ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইষ্টের 8:7-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তখন বাদশাহ্‌ জারেক্স ইষ্টের রাণী ও ইহুদী মর্দখয়কে বললেন, দেখ, আমি ইষ্টেরকে হামনের বাড়ি দিয়েছি এবং হামনকে ফাঁসিকাষ্ঠে ফাঁসি দেওয়া হয়েছে, কেননা সে ইহুদীদের উপরে হস্তক্ষেপ করেছিল।

8. এখন তোমরা তোমাদের অভিমত অনুসারে বাদশাহ্‌র নামে ইহুদীদের পক্ষে পত্র লেখ ও বাদশাহ্‌র আংটি দিয়ে তা সীলমোহর কর; কেননা বাদশাহ্‌র নামে লেখা ও বাদশাহ্‌র আংটি দিয়ে সীলমোহরকৃত পত্র অন্যথা করার সাধ্য কারো নেই।

9. তখন তৃতীয় মাসে অর্থাৎ সীবন মাসের ত্রয়োবিংশ দিনে রাজ-লেখকেরা আহূত হল, আর মর্দখয়ের সমস্ত হুকুম অনুসারে ইহুদীদেরকে, প্রদেশপালদেরকে এবং হিন্দুস্থান থেকে ইথিওপিয়া দেশ পর্যন্ত এক শত সাতাশ প্রদেশের মধ্যে প্রত্যেক প্রদেশের অক্ষরানুসারে ও প্রত্যেক জাতির ভাষানুসারে শাসনকর্তাদেরকে ও প্রদেশগুলোর কর্মকর্তাদেরকে এবং ইহুদীদের অক্ষর ও ভাষানুসারে তাদেরকে পত্র লেখা হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইষ্টের 8