ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইষ্টের 3:2-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. তাতে বাদশাহ্‌র যে গোলামেরা রাজদ্বারে থাকতো, তারা সকলে হামনের কাছে নত হয়ে সালাম করতে লাগল, কারণ বাদশাহ্‌ তার সম্বন্ধে সেরকম হুকুম করেছিলেন; কিন্তু মর্দখয় নতও হতেন না, সালামও করতেন না।

3. তাতে বাদশাহ্‌র যে গোলামেরা রাজদ্বারে থাকতো, তারা মর্দখয়কে বললো, তুমি বাদশাহ্‌র হুকুম কেন লঙ্ঘন করছো?

4. এভাবে তারা প্রতিদিন তাঁকে বলতো, তবুও তিনি তাদের কথা শুনতেন না। তাতে মর্দখয়ের কথা স্থির থাকে কি না, তা জানবার ইচ্ছাতে তারা হামনকে তা জানালো; কেননা মর্দখয় যে ইহুদী, এই কথা তিনি তাদেরকে বলেছিলেন।

5. আর হামন যখন দেখলো যে, মর্দখয় তার কাছে নত হয়ে ভূমিতে উবুড় হয়ে সালাম করে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হল।

6. কিন্তু সে কেবল মর্দখয়ের উপরে হস্তক্ষেপ করা লঘু বিষয় মনে করলো; বরং মর্দখয়ের জাতি অবগত হওয়াতে সে বাদশাহ্‌ জারেক্সের সমস্ত রাজ্যে সমস্ত ইহুদীকে মর্দখয়ের জাতি বলে বিনষ্ট করতে চেষ্টা করলো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইষ্টের 3