ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 9:17-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. এজন্য প্রভু তাদের যুবকগণে আনন্দ করবেন না,এবং তাদের এতিম ও বিধবাদেরকে রহম করবেন না;কেননা তারা সকলে আল্লাহ্‌বিহীন ও দুরাচারএবং প্রত্যেক মুখ নাফরমানীর কথা বলে।এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।

18. বাস্তবিক নাফরমানী আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ ও কাঁটাবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলে ওঠে, তা ঘূর্ণায়মান ঘন ধোঁয়ার স্তম্ভ হয়ে ওঠে।

19. বাহিনীগণের মাবুদের ক্রোধে দেশ ঝলসানো এবং লোকেরা যেন আগুনের খাদ্য হয়েছে; কেউ আপন ভাইয়ের প্রতি মমতা করে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 9