ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 9:10-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. ইটগুলো পড়ে গেছে বটে,কিন্তু আমরা মসৃণ করা প্রস্তরে গাঁথব;ডুমুর কাঠগুলো কাটা গেছে বটে,কিন্তু আমরা তার পরিবর্তে এরস কাঠ দেব।

11. অতএব মাবুদ রৎসীনের বিপক্ষদলকে তার বিরুদ্ধে উচ্চে স্থাপন করবেন ও তার দুশমনদেরকে উত্তেজিত করবেন;

12. অরাম সম্মুখে ও ফিলিস্তিনীরা পিছনে;তারা হা করে ইসরাইলকে গ্রাস করবেএত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,কিন্তু তাঁর হাত এখনও বাড়ানো রয়েছে।

13. তবুও যিনি লোকদেরকে প্রহার করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসে নি, বাহিনীগণের মাবুদের খোঁজ করে নি।

14. এজন্য মাবুদ ইসরাইলের মাথা ও লেজ, খেজুরের ডাল ও নল-খাগড়া এক দিনেই কেটে ফেলবেন;

15. প্রাচীন ও সম্মানিত লোক সেই মাথা এবং মিথ্যা শিক্ষা-দায়ী নবী সেই লেজ।

16. কারণ এই জাতির পথপ্রদর্শকেরাই এদেরকে বিপথে চালায় এবং যারা তাদের দ্বারা চালিত হয়, তারা সংহারিত হচ্ছে।

17. এজন্য প্রভু তাদের যুবকগণে আনন্দ করবেন না,এবং তাদের এতিম ও বিধবাদেরকে রহম করবেন না;কেননা তারা সকলে আল্লাহ্‌বিহীন ও দুরাচারএবং প্রত্যেক মুখ নাফরমানীর কথা বলে।এত কিছুর পরেও তাঁর ক্রোধ নিবৃত্ত হয় নি,কিন্তু তাঁর হাত এখনও উঠানোই রয়েছে।

18. বাস্তবিক নাফরমানী আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ ও কাঁটাবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলে ওঠে, তা ঘূর্ণায়মান ঘন ধোঁয়ার স্তম্ভ হয়ে ওঠে।

19. বাহিনীগণের মাবুদের ক্রোধে দেশ ঝলসানো এবং লোকেরা যেন আগুনের খাদ্য হয়েছে; কেউ আপন ভাইয়ের প্রতি মমতা করে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 9