ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 60:4-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তুমি চারদিকে চোখ তুলে দেখ,ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার পুত্ররা দূর থেকে আসবে,তোমার কন্যাদের কোলে করে আনা হবে।

5. তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে,তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে;কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে,জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।

6. তোমাকে আবৃত করবে উটের বহর,মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট;সাবা দেশ থেকে সকলেই আসবে;তারা সোনা ও কুন্দুরু আনবেএবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।

7. কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে,নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে;আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে,আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।

8. ওই কারা উড়ে আসছে,মেঘের মত, নিজ নিজ খোপের দিকে কবুতরের মত?

9. সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে,তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে,দূর থেকে তোমার সন্তানদের আনবে,তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে,তোমার আল্লাহ্‌ মাবুদের নামের জন্য,ইসরাইলের পবিত্রতমের জন্য,কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।

10. আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে,তাদের বাদশাহ্‌রা তোমার পরিচর্যা করবে;কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি,কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।

11. আর তোমার তোরণদ্বারগুলো সব সময় খোলা থাকবে,দিনে বা রাতে কখনও বন্ধ থাকবে না;জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আনা যাবে,আর তাদের বাদশাহ্‌দেরকেও সঙ্গে আনা যাবে।

12. কারণ যে জাতি বা রাজ্য তোমার গোলামী স্বীকার না করবে,তা বিনষ্ট হবে;হ্যাঁ, সেই জাতিরা নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে।

13. লেবাননের গৌরব তোমার কাছে আসবে,দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে,আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে,এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।

14. আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্‌দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।

15. তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে,তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না,তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র,বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 60