ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 60:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. কারণ যে জাতি বা রাজ্য তোমার গোলামী স্বীকার না করবে,তা বিনষ্ট হবে;হ্যাঁ, সেই জাতিরা নিঃশেষে ধ্বংসপ্রাপ্ত হবে।

13. লেবাননের গৌরব তোমার কাছে আসবে,দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে,আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে,এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।

14. আর যারা তোমাকে দুঃখ দিত,তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে;এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো,তারা সকলে তোমার পদতলে সেজ্‌দা করবে,আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী,এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 60