ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 54:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ এই কথা বলেন, “হে বন্ধ্যা স্ত্রীলোক, যে কখনও সন্তান জন্ম দেয় নি, তুমি আনন্দগান কর, যার কখনও প্রসব-বেদনা উঠে নি, তুমি উচ্চৈঃস্বরে আনন্দগান ও আনন্দ-চিৎকার কর; কেননা সধবার সন্তানের চেয়ে অনাথার সন্তান বেশি, মাবুদ এই কথা বলেন।

2. তুমি তোমার তাঁবুর স্থান বিস্তৃত কর, তোমার শিবিরের পর্দা বিস্তারিত হোক, ভয় করো না; তোমার দড়িগুলো লম্বা কর, তোমার সমস্ত গোঁজ দৃঢ় কর।

3. কেননা তুমি ডানে ও বামে বিস্তৃত হবে, তোমার বংশ জাতিদের দেশ দখল করবে এবং ধ্বংসপ্রাপ্ত নগরগুলোতে লোক বসাবে।

4. ভয় করো না, কেননা তুমি লজ্জা পাবে না;বিষণ্ন হয়ো না, কেননা তুমি অপ্রতিভ হবে না;কারণ তুমি তোমার যৌবনের অপমান ভুলে যাবে,আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 54