ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 50:5-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. সার্বভৌম মাবুদ আমার কান খুলে দিয়েছেনএবং আমি বিরুদ্ধাচারী হই নি,পিছিয়ে যাই নি।

6. আমি প্রহারকদের প্রতি আমার পিঠ,যারা দাড়ি উপড়িয়েছে,তাদের প্রতি আমার গাল পেতে দিলাম,অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।

7. কারণ সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন,সেজন্য আমি ভীষণ ভয় পাই নি,সেজন্য চকমকি পাথরের মত আমার মুখ স্থাপন করেছি,আমি জানি যে লজ্জিত হব না।

8. যিনি আমাকে ধার্মিক করেন, তিনি নিকটবর্তী;কে আমার সঙ্গে ঝগড়া করবে?এসো, আমরা একত্র দাঁড়াই;কে আমার প্রতিবাদী?সে আমার কাছে আসুক।

9. দেখ, সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন,কে আমাকে দোষী করবে?দেখ, তারা সকলে কাপড়ের মত পুরানো হয়ে যাবে,পোকা তাদের খেয়ে ফেলবে।

10. তোমাদের মধ্যে এমন কে আছে,যে মাবুদকে ভয় করে,যে তাঁর গোলামের কথা শোনে?যে অন্ধকারে চলে, যার আলো নেই,সে মাবুদের নামে ভরসা করুক,তাঁর আল্লাহ্‌র উপরে নির্ভর করুক।

11. দেখ, আগুন জ্বালাচ্ছ ও শিখামণ্ডলে নিজেদের বেষ্টন করছো যে তোমরা,তোমরা সকলে নিজেদের আগুনের আলোতে,নিজেদের প্রজ্বলিত মশালের আলোতে গমন কর।আমার হাত থেকে তোমরা যে ফল পাবে তা হল,তোমরা যন্ত্রনার মধ্যে শয়ন করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 50