ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 49:21-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. তখন তুমি মনে মনে বলবে,আমার এই সকলকে কে জন্ম দিয়েছে?আমি তো সন্তানহীনা ও বন্ধ্যা,নির্বাসিতা ও পরিভ্রমণকারিণী ছিলাম;এদেরকে কে প্রতিপালন করেছে;দেখ, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম,এরা কোথায় ছিল?

22. সার্বভৌম মাবুদ এই কথা বলেন,দেখ, আমি জাতিদের প্রতি আমার হাত তুলব,লোকবৃন্দের প্রতি আমার নিশান উঠাবো,তাতে তারা তোমার পুত্রদেরকে কোলে করে,তোমার কন্যাদের কাঁধে করে এনে দেবে।

23. আর বাদশাহ্‌রা তোমার রক্ষণাবেক্ষণকারী পালকও তাদের রাণীরা তোমার ধাত্রী হবে;তারা ভূমিতে মুখ রেখে তোমার কাছে সেজ্‌দা করবে,ও তোমার পায়ের ধূলি চাটবে;আর তুমি জানতে পারবে, আমিই মাবুদ;যারা আমার অপেক্ষা করে, তারা লজ্জিত হবে না।

24. বীর থেকে কি যুদ্ধে ধৃত প্রাণী হরণ করা যায়?কিংবা ন্যায়বানের বন্দীদেরকে কি মুক্ত করা যায়?

25. মাবুদ এই কথা বলেন,অবশ্য বীরের বন্দীদেরকে হরণ করা যাবে,ও ভয়ংকর লোকের ধৃত প্রাণীকে মুক্ত করা যাবে;কারণ তোমার প্রতিবাদীর সঙ্গে আমিই ঝগড়া করবো,আর তোমার সন্তানদেরকে আমিই উদ্ধার করবো।

26. আর আমি তোমার জুলুমবাজদেরকে তাদেরই গোশ্‌ত ভোজন করাব;তারা নতুন আঙ্গুর-রসের মত নিজ নিজ রক্ত খেয়ে মাতাল হবে;আর মানুষ মাত্র জানতে পারবে যে, আমিই মাবুদ তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 49