ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 49:2-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. তিনি আমার মুখ ধারালো তলোয়ারস্বরূপ করেছেন,তাঁর হাতের ছায়াতে আমাকে লুকিয়ে রেখেছেন,আমাকে ধারালো তীরস্বরূপ করেছেন,তাঁর তীর রাখবার খাপের মধ্যে রেখেছেন।

3. আর তিনি আমাকে বলেছেন ‘তুমি আমার গোলাম,তুমি ইসরাইল, তোমাতেই আমি মহিমান্বিত হব।’

4. কিন্তু আমি বললাম, আহা! আমি পণ্ডশ্রম করেছি,শূন্যতা ও অসারতার জন্য আমার শক্তি ব্যয় করেছি;নিশ্চয়ই আমার বিচার মাবুদের কাছে,আমার শ্রমের ফল আমার আল্লাহ্‌র কাছে রয়েছে।

5. আর এখন মাবুদ বলেন,যিনি আমাকে গর্ভ থেকে নির্মাণ করেছেন,যেন আমি তাঁর গোলাম হয়ে ইয়াকুবকে তাঁর কাছে ফিরিয়ে আনি,যেন ইসরাইল তাঁর কাছে সংগৃহীত হয়,বাস্তবিক, মাবুদের দৃষ্টিতে আমি সম্মানিত,আমার আল্লাহ্‌ আমার বল হয়েছেন;

6. তিনি বলেন, এটি লঘু বিষয় যে,তুমি যে ইয়াকুবের বংশগুলোকে উঠাবার জন্য,ইসরাইলের রক্ষাপ্রাপ্ত লোকদেরকে পুনর্বার আনবার জন্য আমার গোলাম হও,আমি তোমাকে জাতিদের দীপ্তিস্বরূপ করবো,যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত আমার উদ্ধারস্বরূপ হও।

7. যে ব্যক্তি মানুষের অবজ্ঞাত,লোকবৃন্দের ঘৃণাস্পদ ও শাসনকর্তাদের গোলাম,তাকে মাবুদ, ইসরাইলের মুক্তিদাতা ও তার পবিত্রতম, এই কথা বলেন,তোমাকে দেখলে বাদশাহ্‌রা উঠে দাঁড়াবে,নেতৃবর্গরা সেজ্‌দা করবে;মাবুদের জন্যই করবে, তিনি তো বিশ্বসনীয়;ইসরাইলের পবিত্রতমের জন্য করবে,তিনি তো তোমাকে মনোনীত করেছেন।

8. মাবুদ এই কথা বলেন,আমি প্রসন্নতার সময়ে তোমার মুনাজাতের উত্তর দিয়েছি,উদ্ধারের দিনে তোমার সাহায্য করেছি;আর আমি তোমাকে রক্ষা করবো,তোমাকে লোকবৃন্দের সন্ধিরূপে দিয়েছি;তাতে তুমি দেশের উন্নতি সাধন করবে,ধ্বংস হয়ে যাওয়া অধিকারগুলো আবার অধিকারে আনবে;

9. তুমি বন্দীদেরকে বলবে, বের হও;যারা অন্ধকারে আছে, তাদেরকে বলবে প্রকাশিত হও।তারা পথে পথে চরবে,গাছপালাহীন উঁচুস্থান তাদের চরাণিস্থান হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 49