ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 46:9-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. সেকালের পুরানো সমস্ত কাজ স্মরণ কর;কারণ আমিই আল্লাহ্‌, আর কেউ নয়;আমি আল্লাহ্‌, আমার মত কেউ নেই।

10. আমি শেষ কালের বিষয় আদি কাল থেকে জানাই,যে কাজ এখনও করা হয় নি, তা আগে জানাই,আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকবে,আমি নিজের সমস্ত মনোরথ সিদ্ধ করবো।

11. আমি পূর্ব দিক থেকে হিংস্র পাখিকে,দূরদেশ থেকে আমার মন্ত্রণার মানুষকে, আহ্বান করি;আমি বলেছি, আর আমি সফল করবো;আমি কল্পনা করেছি, আর আমি সিদ্ধ করবো।

12. হে কঠিন-চিত্তেরা,তোমরা যারা ধার্মিকতা থেকে দূরবর্তী,আমার কথা শোন;

13. আমি নিজের ধর্মশীলতা কাছে নিয়ে আসলাম;তা দূরে থাকবে না, আর আমার উদ্ধারের বিলম্ব হবে না;আমার শোভাস্বরূপ ইসরাইলের জন্য আমি সিয়োনে উদ্ধার স্থাপন করবো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 46