ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 40:4-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে,প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা যাবে;অসমান স্থান সোজা হবে, উঁচু ও নিচু ভূমি সমতল হবে;

5. আর মাবুদের মহিমা প্রকাশ পাবে,আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে,কারণ মাবুদ এই কথা বলেছেন।’

6. এক জনের কণ্ঠস্বর শোনা গেল,সে বলছে, ‘ঘোষণা কর,’এক জন বললো, ‘কি ঘোষণা করবো?’‘মানুষমাত্র ঘাসের মত, তার সমস্ত গৌরব ক্ষেতের ফুলের মত।

7. ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে,কারণ তার উপরে মাবুদের নিশ্বাস বয়ে যায়;সত্যিই লোকেরা ঘাসের মত।

8. ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে,কিন্তু আমাদের আল্লাহ্‌র কালাম চিরকাল থাকবে।’

9. হে সিয়োনের কাছে সুসংবাদ তবলিগকারিণী!উঁচু পর্বতে আরোহণ কর;হে জেরুশালেমের কাছে সুসংবাদ তবলিগকারিণী!সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করো না;এহুদার নগরগুলোকে বল, দেখ, তোমাদের আল্লাহ্‌!

10. দেখ, সার্বভৌম মাবুদ সপরাক্রমে আসছেন,তাঁর বাহু তাঁর জন্য কর্তৃত্ব করে;দেখ, তাঁর সঙ্গে তাঁর দাতব্য বেতন আছে,তাঁর সম্মুখে তাঁর দাতব্য পুরস্কার আছে।

11. তিনি ভেড়ার রাখালের মত তাঁর পাল চরাবেন,তিনি বাচ্চাগুলোকে বাহুতে সংগ্রহ করবেনএবং কোলে করে বহন করবেন;দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাবেন।

12. কে তার হাতের তালুতে জলরাশি মেপেছে, বিঘত দিয়ে আসমান পরিমাণ করেছে, দুনিয়ার ধুলা ঝুড়িতে ভরেছে, দাঁড়িপাল্লায় পর্বতমালাকে ও নিক্তিতে উপপর্বতগুলোকে ওজন করেছে?

13. কে মাবুদের রূহের পরিমাণ করেছে? কিংবা তাঁর মন্ত্রী হয়ে তাঁকে শিক্ষা দিয়েছে?

14. তিনি কার কাছে মন্ত্রণা গ্রহণ করেছেন? কে তাঁকে বুদ্ধি দিয়েছে ও বিচারপথ দেখিয়েছে, তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে ও বিবেচনার পথ জানিয়েছে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 40