ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 26:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সেদিন এহুদা দেশে এই গজল গাওয়া হবে;আমাদের একটি দৃঢ় নগর আছে;তিনি উদ্ধারকে প্রাচীর ও পরিখাস্বরূপ করবেন।

2. তোমরা তোরণদ্বারগুলো মুক্ত কর,বিশ্বস্ত ধার্মিক জাতি প্রবেশ করবে।

3. যার মন তোমাতে সুস্থির,তুমি তাকে শান্তিতে, শান্তিতেই রাখবে,কেননা তোমাতেই তার নির্ভরতা।

4. তোমরা চিরকাল মাবুদের উপর নির্ভরতা রাখ;কেননা মাবুদ ইয়াহ্‌ওয়েহ্‌ই তোমাদের অনন্তকালীন শৈল।

5. কারণ তিনি উঁচুতে বসবাসকারীদেরকে, উন্নত নগরকে অবনত করেছেন; তিনি তা অবনত করেন, অবনত করে ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্যন্ত করেন।

6. লোকদের পা— দুঃখীদের ও দরিদ্রদের পা দিয়ে তা মাড়াবে।

7. ধার্মিকের পথ সরলতায়, তুমি ধার্মিকের পথ সমান করে সরল করছো।

8. হ্যাঁ, আমরা তোমার বিচার-পথেই, হে মাবুদ, তোমার অপেক্ষায় রয়েছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙক্ষা করে।

9. রাতের বেলায় আমি প্রাণের সঙ্গে তোমার আকাঙক্ষা করেছি; হ্যাঁ, সযত্নে আমার অন্তরস্থ রূহ্‌ দ্বারা তোমার খোঁজ করবো, কেননা দুনিয়াতে তোমার বিচারগুলো প্রচলিত হলে, দুনিয়া-নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করবে।

10. দুষ্ট লোক কৃপা পেলেও ধার্মিকতা শেখে না; সরলতার দেশে সে অন্যায় করে, মাবুদের মহিমা দেখে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 26