ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 17:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. দেখ, দামেস্ক আর নগর রইলো না, তা থেকে উচ্ছিন্ন হল, তা ধ্বংসস্থান হবে।

2. অরোয়েরের সমস্ত নগর পরিত্যক্ত হল, সেগুলো পশুপালদের অধিকার হবে; তারা সেই স্থানে শয়ন করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।

3. আর আফরাহীমের দুর্গ ও দামেস্কের রাজ্য এবং অরামের অবশিষ্টাংশ অদৃশ্য হয়ে যাবে; সেসব বনি-ইসরাইলদের গৌরবের মত হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।

4. আর সেদিন তা ঘটবে, ইয়াকুবের গৌরব ক্ষীণ হবে ও তার চর্বি গলে যাবে।

5. আর যেমন কেউ ক্ষেতের শস্য সংগ্রহ করে, হাত বাড়িয়ে শীষ কাটে, তেমনি হবে; যেমন কেউ রফায়ীম উপত্যকাতে পড়ে থাকা শীষ কুড়ায়, তেমনি হবে।

6. তবুও তাতে যৎকিঞ্চিত অবশিষ্ট থাকবে; জলপাই গাছের ফল ঝেড়ে নেবার পরেও যেমন তার সবচেয়ে উঁচু ডালে গোটা দুই তিন ফল, কিংবা ফলবান গাছের ডালে গোটা চার পাঁচ ফল থাকে [তেমনি হবে]; এই কথা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ বলেন।

7. সেদিন মানুষ নিজের নির্মাতার প্রতি দৃষ্টি রাখবে ও তার চোখ ইসরাইলের পবিত্রতমের প্রতি চেয়ে থাকবে।

8. সে নিজের হাতের তৈরি কোরবানগাহ্‌গুলোর প্রতি দৃষ্টি রাখবে না ও তার চোখ নিজের আঙ্গুতের তৈরি বস্তু, আশেরা-মূর্তি বা সূর্য-মূর্তিগুলো দেখবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 17