ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 16:12-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. যদিও মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে নিজেকে ক্লান্ত করে ও মুনাজাত করার জন্য নিজের পবিত্র স্থানে প্রবেশ করে, তবুও সে কৃতকার্য হবে না।

13. মাবুদ মোয়াবের বিষয়ে আগে এই কথা বলেছিলেন।

14. কিন্তু এখন মাবুদ এই কথা বলেছেন, বেতনজীবীর বছরের মত তিন বছরের মধ্যে নিজের বিরাট লোকারণ্যসুদ্ধ মোয়াবের গৌরব তুচ্ছ করা হবে এবং অবশিষ্টাংশ অতি অল্প ও ক্ষীণবল হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 16