ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 10:16-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ, তার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করবেন ও তার প্রতাপের নিচে জলন্ত শিখার মত আগুন জ্বলবে।

17. বাস্তবিক ইসরাইলের জ্যোতি আগুনের মত হবেন ও যিনি তার পবিত্রতম, তিনি আগুনের শিখার মত হবেন; তা এক দিনে ওর কাঁটাঝোপ ও কাঁটা আগুনে পুড়িয়ে দিয়ে ছাই করে দিবে।

18. আর তিনি তার বনের ও বাগানের গৌরবকে, প্রাণ ও শরীরকে, সংহার করবেন; তাতে সে রোগীর মত ক্ষয় হয়ে যাবে।

19. আর তার বনের অবশিষ্ট গাছ এমন অল্প হবে যে, বালক তা গণনা করে লিখতে পারবে।

20. সেই দিনে ইসরাইলের অবশিষ্টাংশ ও ইয়াকুব-কুলের রক্ষা পাওয়া লোকেরা নিজেদের প্রহারকারীর উপরে আর নির্ভর করবে না; কিন্তু ইসরাইলের পবিত্রতম মাবুদের উপরে সত্যিকারভাবে নির্ভর করবে।

21. অবশিষ্টাংশরা ফিরে আসবে, ইয়াকুবের অবশিষ্টাংশরা বিক্রমশালী আল্লাহ্‌র কাছে ফিরে আসবে।

22. বস্তুতঃ, হে ইসরাইল, তোমার লোকেরা সমুদ্রের বালির মত হলেও তাদের অবশিষ্টাংশরাই ফিরে আসবে; ধ্বংস নির্ধারিত, তা ধার্মিকতার বন্যাস্বরূপ হবে।

23. কেননা প্রভু, বাহিনীগণের মাবুদ, সমস্ত দুনিয়ার মধ্যে উচ্ছেদ, নির্ধারিত উচ্ছেদ, সাধন করবেন।

24. অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী লোকেরা, আসেরিয়াকে ভয় পেয়ো না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে লাঠি তোলে, যেমন মিসর করেছিল।

25. কারণ আর অতি অল্পকাল অতীত হলে ক্রোধ সিদ্ধ হবে, আমার কোপ ওর সংহারে সিদ্ধ হবে।

26. আর বাহিনীগণের মাবুদ তার বিরুদ্ধে চাবুক উত্তোলন করবেন, যেমন ওরেব শৈলে মাদিয়ানের হত্যাকাণ্ডে করেছিলেন; এবং তাঁর লাঠি সাগরের উপরে থাকবে, আর তিনি তা উত্তোলন করবেন, যেমন মিসরে করেছিলেন।

27. সেদিন তোমার কাঁধ থেকে ওর ভার ও তোমার ঘাড় থেকে ওর জোয়াল সরে যাবে এবং চর্বির বৃদ্ধির দরুন জোয়াল ভেঙ্গে যাবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 10