ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 8:17-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. বের হয়ে ইসরাইলের পিছনে গেল না এমন এক জনও অয়ে বা বেথেলে অবশিষ্ট থাকলো না; সকলেই নগরের দ্বার খোলা রেখে ইসরাইলের পিছনে পিছনে দৌড়ে গেল।

18. তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি তোমার হাতে থাকা বর্শাটি অয়ের দিকে বাড়িয়ে দাও; কেননা আমি সেই নগর তোমার হাতে দেব। তখন ইউসা তাঁর হাতে থাকা বর্শাটি নগরের দিকে বাড়িয়ে দাও।

19. তিনি হাত বিস্তার করার সঙ্গে সঙ্গে গোপনে স্থাপিত সৈন্যদল অমনি স্বস্থান থেকে উঠে বেগে গমন করলো ও নগরে প্রবেশ করে তা অধিকার করলো এবং দ্রুত নগরে আগুন লাগিয়ে দিল।

20. পরে অয়ের লোকেরা পিছনে ফিরে চেয়ে দেখলো, আর দেখ, নগরের ধোঁয়া আসমানে উঠছে, কিন্তু তারা এদিকে কি ওদিকে কোন দিকেই পালাবার উপায় পেল না; আর মরুভূমিতে পলায়মান লোকেরা তাদের পিছনে ধাবমান লোকদের দিকে ফিরে আক্রমণ করতে লাগল।

21. ফলত গোপনে স্থাপিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরে ধোঁয়া উঠছে, এটা দেখে ইউসা ও সমস্ত ইসরাইল ফিরে অয়ের লোকদের সংহার করতে লাগলেন;

22. আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইসরাইলের মধ্যে পড়লো, কতগুলো এপাশে কতগুলো ওপাশে; আর তারা তাদের এমন আঘাত করলো যে, তাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেউ রইলো না।

23. আর তারা অয়ের বাদশাহ্‌কে জীবিত ধরে ইউসার কাছে আনলো।

24. এভাবে ইসরাইল তাদের সকলকে মাঠে, অর্থাৎ যে মরুভূমিতে অয় নিবাসীরা তাদের পিছনে ধাবমান হয়েছিল সেখানে তাদের সম্পূর্ণভাবে সংহার করলো; তারা সকলে নিঃশেষে তলোয়ারের আঘাতে মারা পড়লো, পরে সমস্ত ইসরাইল ফিরে অয়ে এসে তলোয়ারের আঘাতে সেই স্থানের লোকদেরও আঘাত করলো।

25. সেই দিনে অয়-নিবাসী সমস্ত লোক অর্থাৎ স্ত্রী, পুরুষ মোট বারো হাজার লোক মারা পড়লো।

26. কেননা অয়-নিবাসী সকলে যতক্ষণ সম্পূর্ণরূপে বিনষ্ট না হল, ততক্ষণ ইউসা তাঁর প্রসারিত শল্যধারী হাত সংকুচিত করলেন না।

27. ইউসার প্রতি মাবুদের হুকুম করা কালাম অনুসারে ইসরাইল কেবল ঐ নগরের পশু ও সমস্ত লুটদ্রব্য নিজেদের জন্য গ্রহণ করলো।

28. আর ইউসা অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং উৎসন্ন স্থান করলেন, তা আজও সেরকম আছে।

29. আর তিনি অয়ের বাদশাহ্‌কে সন্ধ্যাকাল পর্র্যন্ত গাছে টাঙ্গিয়ে রাখলেন। পরে সূর্যাস্ত সময়ে লোকেরা ইউসার হুকুমে তার লাশ গাছ থেকে নামিয়ে নগরের দ্বার-প্রবেশের স্থানে ফেলে তার উপরে পাথরের একটি বড় ঢিবি করলো; তা আজও রয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 8