ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 4:21-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. আর তিনি বনি-ইসরাইলদের বললেন, ভবিষ্যতে যখন তোমাদের সন্তানেরা তাদের পিতাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাথরগুলোর তাৎপর্য কি?

22. তখন তোমরা তোমাদের সন্তানদের জানাবে, বলবে, ইসরাইল শুকনো ভূমি দিয়ে এই জর্ডান নদী পার হয়ে এসেছিল।

23. কারণ তোমাদের আল্লাহ্‌ মাবুদ লোহিত সাগরের প্রতি যেমন করেছিলেন, আমাদের পার না হওয়া পর্র্যন্ত যেমন তা শুকনো অবস্থায় রেখে ছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্র্যন্ত তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের সম্মুখে জর্ডানের পানি শুকিয়ে ফেললেন;

24. যেন দুনিয়ার সমস্ত জাতি জানতে পায় যে, মাবুদের হাত শক্তিশালী এবং তারা যেন সব সময় তোমাদের আল্লাহ্‌ মাবুদকে ভয় করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 4