ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 20:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদ ইউসাকে বললেন,

2. তুমি বনি-ইসরাইলদের বল, আমি মূসার মাধ্যমে তোমাদের কাছে যে যে নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেসব আশ্রয়-নগর নির্ধারণ কর।

3. তাতে যে ব্যক্তি ভুলবশত অজ্ঞাতসারে কাউকেও হত্যা করে, সেই নরহন্তা সেখানে পলাতে পারবে এবং সেই নগরগুলো রক্তের প্রতিশোধদাতার হাত থেকে তোমাদের রক্ষার স্থান হবে।

4. আর সে তার মধ্যে কোন এক নগরে পালিয়ে যাবে এবং নগর-দ্বারের প্রবেশ স্থানে দাঁড়িয়ে নগরের প্রধান ব্যক্তিবর্গের কর্ণগোচরে নিজের কথা বলবে; পরে তারা নগরের মধ্যে তাদের কাছে তাকে এনে তাদের মধ্যে বাস করতে স্থান দেবে।

5. আর রক্তের প্রতিশোধদাতা তার পিছনে তাড়া করে আসলে তারা তার হাতে সেই নরহন্তাকে তুলে দেবে না; কেননা সে অজ্ঞাতসারে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, আগে থেকে তার মনে তার প্রতি কোন হিংসা ছিল না।

6. অতএব যতদিন সে বিচারের জন্য মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায় এবং তৎকালীন মহা-ইমামের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই নরহন্তা তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে পালিয়ে গিয়েছিল, সেই স্থানে ফিরে যাবে।

7. তাতে তারা পর্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম ও পর্বতময় এহুদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হেবরন পৃথক করলো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 20