ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 19:36-46 কিতাবুল মোকাদ্দস (BACIB)

36. অদামা, রামা, হাৎসোর,

37. কেদশ, ইদ্রিয়ী, ঐন-হাৎসোর,

38. যিরোণ, মিদ্‌গল-এল, হোরেম, বৈৎ-অনাৎ ও বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সঙ্গে ঊনিশটি নগর।

39. নিজ নিজ গোষ্ঠী অনুসারে নপ্তালি-বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।

40. আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে দান-বংশের লোকদের বংশের নামে উঠলো।

41. তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

42. শালবীন, অয়ালোন, যিৎলা,

43. এলোন, তিম্না, ইক্রোণ,

44. ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,

45. যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,

46. মেয়র্কোন, রক্কোন ও যাফোর সম্মুখস্থ অঞ্চল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 19