ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 19:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. তাদের সীমা পশ্চিম দিকে অর্থাৎ মারালা পর্যন্ত এবং দব্বেশৎ ও যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্যন্ত গেল।

12. আর সারীদ থেকে পূর্ব দিকে, সূর্যোদয় দিকে, ফিরে কিশলোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল।

13. আর সেখান থেকে পূর্বদিক, সূর্যোদয়ের দিক, হয়ে গাৎ-হেফর দিয়ে এৎ-কাৎসীন পর্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।

14. আর ঐ সীমা হন্নাথোনের উত্তর দিকে তা বেষ্টন করলো, আর যিপ্তহেল উপত্যকা পর্যন্ত গেল।

15. আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সঙ্গে বারোটি নগর।

16. নিজ নিজ গোষ্ঠী অনুসারে সবূলূন-বংশের লোকদের এই অধিকার; স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 19