ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 15:42-61 কিতাবুল মোকাদ্দস (BACIB)

42. লিব্‌না, এথর, আশন,

43. যিপ্তহ, অশনা, নৎসীব,

44. কিয়িলা, অক্‌সীব ও মারেশা; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।

45. ইক্রোণ এবং সেই স্থানের উপনগর ও সমস্ত গ্রাম;

46. ইক্রোণ থেকে সমুদ্র পর্র্যন্ত অস্‌দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।

47. অস্‌দোদ, তার উপনগর ও সমস্ত গ্রাম; গাজা তার উপনগর ও সমস্ত গ্রাম; মিসরের স্রোত ও মহাসমুদ্র ও তার সীমা পর্র্যন্ত।

48. আর পর্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,

49. দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর,

50. অনাব, ইষ্টিমোয়, আনীম,

51. গোশন, হোলোন ও গীলো; স্ব স্ব গামের সঙ্গে এগারটি নগর।

52. আরব, দূমা, ইশিয়ন,

53. যানীম, বৈৎতপূহ, অফেকা,

54. হুমটা, কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোন ও সীয়োর; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।

55. মায়োন, কর্মিল, সীফ,

56. যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

57. কাবিল, গিবিয়া ও তিন্মা; স্ব স্ব গামের সঙ্গে দশটি নগর।

58. হলহূল, বৈৎ-সূর, গদোর, মারৎ, বৈৎঅনোৎ ও ইলতো্‌কোন;

59. স্ব স্ব গামের সঙ্গে ছয়টি নগর।

60. কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম ও রব্বা; স্ব স্ব গামের সঙ্গে দু’টি নগর।

61. মরুভূমিতে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 15