ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 15:15-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. সেখান থেকে তিনি দবীর-নিবাসীদের বিরুদ্ধে গমন করলেন; আগে দবীরের নাম কিরিয়ৎ-শেফর ছিল।

16. আর কালুত বললেন, যে কেউ কিরিয়ৎ-সেফরকে আঘাত করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার কন্যা অক্‌ষার বিয়ে দেব।

17. আর কালেবের ভাই কনষের পুত্র অৎনীয়েল তা হস্তগত করলে তিনি তাঁর সঙ্গে তাঁর কন্যা অক্‌ষার বিয়ে দিলেন।

18. আর ঐ কন্যা এসে তার পিতার কাছে একটি ভূমি চাইতে স্বামীকে প্রবৃত্তি দিল; এবং অক্‌ষা তাঁর গাধার পিঠ থেকে নামলে পর কালুত তাকে বললেন, তুমি কি চাও?

19. সে বললো, আপনি আমাকে একটি উপহার দিন, দক্ষিণাঞ্চলস্থ ভূমি আমাকে দিয়েছেন, পানির ফোয়ারাগুলোও আমাকে দিন। তাতে তিনি তাকে উচ্চতর ফোয়ারাগুলো ও নিম্নতর ফোয়ারাগুলো দিলেন।

20. নিজ নিজ গোষ্ঠী অনুসারে এহুদা-বংশের লোকদের বংশের এই অধিকার হল।

21. দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে এহুদা-বংশের লোকদের বংশের প্রান্তস্থিত নগর কব্‌সেল, এদর, যাগুর,

22. কীনা, দীমোনা, অদাদা

23. কেদশ, হাৎশোর, যিৎনন,

24. ,

25. সীফ, টেলম, বালোৎ,

25. হাৎসোর-হদত্তা, করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ হাৎসোর,

26. অমাম, শমা, মোলদা,

27. হৎসর-গদ্দা, হিষ্‌মোন, বৈৎ-পেলট,

28. হৎসর-শূয়াল, বেরশেবা, বিষিয়োথিয়া,

29. বালা, ইয়ীম, এৎসম,

30. ইলতোলদ, কসীল, হর্মা,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 15