ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 13:15-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. মূসা রূবেণ-বংশের লোকদেরকে তাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়েছিলেন।

16. অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের থেকে তাদের সীমা ছিল এবং উপত্যকার মধ্যস্থিত নগর ও মেদবার নিকটস্থ সমস্ত সমভূমি;

17. হিষবোন ও সমভূমিস্থ তার সমস্ত নগর, দীবোন,

18. বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন, ষহস,

19. কদেমোৎ ও মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা ও উপত্যকার পর্বতস্থ সেরৎ শহর,

20. বৈৎ-পিয়োর, পিস্‌গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;

21. এবং সমভূমিস্থ সমস্ত নগর ও হিষবোনে রাজত্বকারী আমোরীয়দের সীহোন বাদশাহ্‌র সমুদয় রাজ্য; মূসা তাঁকে এবং মাদিয়ানের নেতাদের, অর্থাৎ সেই দেশ-নিবাসী ইবি, রেকম, সুর, হূর ও রেবা নামে সীহোনের রাজ পুরুষদের আঘাত করেছিলেন।

22. বনি-ইসরাইল তলোয়ার দ্বারা যাদের হত্যা করেছিল, তাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বালামকেও হত্যা করেছিল।

23. আর জর্ডান ও তার সীমা রূবেণ-বংশের লোকদের সীমা ছিল; রূবেণ সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সঙ্গে এসব নগর তাদের অধিকারে এল।

24. আর মূসা গাদ-বংশের লোকদের গোষ্ঠী অনুসারে গাদ বংশকে অধিকার দিয়েছিলেন।

25. যাস ও গিলিয়দের সমস্ত নগর এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক দেশ তাদের অঞ্চল হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 13