ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউনুস 2:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তখন ইউনুস ঐ মাছটির উদরে থেকে তাঁর আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করলেন। তিনি বললেন,

2. আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম,আর তিনি আমাকে জবাব দিলেন;আমি পাতালের উদর থেকে আর্তনাদ করলাম,তুমি আমার ফরিয়াদ শুনলে।

3. তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে,আর স্রোত আমাকে বেষ্টন করলো,তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ,আমার উপর দিয়ে বয়ে গেল।

4. আমি বললাম, আমি তোমার দৃষ্টি সীমা থেকে দূরীভূত,তবুও পুনরায় তোমার পবিত্র এবাদতখানার দিকে দৃষ্টিপাত করবো।

5. জলরাশি আমাকে ঘিরে ধরলো, প্রাণ পর্যন্ত উঠলো,জলধি আমাকে বেষ্টন করলো,লতাগুল্‌ম আমার মাথায় জড়াল।

6. আমি পর্বতমালার মূল পর্যন্ত নেমে গেলাম;আমার পিছনে দুনিয়ার অর্গলগুলো চিরতরে বন্ধ হল;তবুও, হে আমার আল্লাহ্‌ মাবুদ,তুমি আমার প্রাণকে কূপ থেকে উঠালে।

7. আমার প্রাণ অবসন্ন হলে আমি মাবুদকে স্মরণ করলাম,আর আমার মুনাজাত তোমার কাছে,তোমার পবিত্র এবাদতখানায় উপস্থিত হল।

8. যারা মিথ্যা দেবদেবী মানে,তারা নিজের দয়ানিধিকে পরিত্যাগ করে;

9. কিন্তু আমি তোমার উদ্দেশে প্রশংসা-গজল সহ কোরবানী করবো;আমি যে মানত করেছি, তা পূর্ণ করবো;মাবুদেরই কাছেই উদ্ধার।

10. পরে মাবুদ সেই মাছটিকে হুকুম করলেন, আর সে ইউনুসকে শুকনো ভূমির উপরে বমি করে দিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউনুস 2