ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আমোজ 5:23-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. আমার কাছ থেকে তোমার সঙ্গীতের শোরগোল দূর কর, আমি তোমার নেবল-যন্ত্রের বাদ্য শোনব না।

24. কিন্তু বিচার পানির মত প্রবাহিত হোক, ধার্মিকতা চিরপ্রবাহমান স্রোতের মত বয়ে যাক।

25. হে ইসরাইল-কুল, তোমরা মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত কি আমার উদ্দেশে কোরবানী ও নৈবেদ্য উৎসর্গ করেছিলে?

26. বরং তোমরা তোমাদের বাদশাহ্‌ সিক্কুৎকে ও কীয়ূন নামক তোমাদের মূর্তিগুলোকে, তোমাদের দেবতার তারা, যা তোমরা নিজেদের জন্য তৈরি করেছিলে, এসব তুলে বহন করতে।

27. অতএব আমি তোমাদের নির্বাসনের জন্য দামেস্কের ওদিকে গমন করাব, মাবুদ এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের আল্লাহ্‌।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আমোজ 5