ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আমোজ 2:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. মাবুদ এই কথা বলেন,এহুদার তিনটা অধর্মের কারণে,এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না;কেননা তারা মাবুদের শরীয়ত অগ্রাহ্য করেছে,তাঁর বিধিগুলো পালন করে নি,কিন্তু তাদের পূর্বপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হয়েছিল,তা দ্বারা নিজেরাও বিভ্রান্ত হয়েছে।

5. অতএব আমি এহুদার উপরে আগুন নিক্ষেপ করবো,তা জেরুশালেমের অট্টালিকাগুলো গ্রাস করবে।

6. মাবুদ এই কথা বলেন,ইসরাইলের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্যআমি তার দণ্ড নিবারণ করবো না,কেননা তারা রূপার বিনিময়ে ধার্মিককেও এক জোড়া জুতার বিনিময়ে দরিদ্রকে বিক্রি করেছে।

7. তারা দীনহীন লোকদের মাথায় ভূমির ধূলির আকাঙক্ষা করে ও নম্র লোকদের পথ বাঁকা করে এবং পিতা ও পুত্র এক নারীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্র হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আমোজ 2