ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 8:7-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তাতে তোমার প্রথম অবস্থা ক্ষুদ্র বোধ হবে,তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হবে।

8. আরজ করি, তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা কর,তাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।

9. কেননা আমরা গতকালের লোক, কিছুই জানি না;দুনিয়াতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।

10. ওরা কি তোমাকে শিক্ষা দেবে না ও তোমাকে বলবে না?ওদের অন্তঃকরণ থেকে কি এই কথা বের হবে না?

11. “কাদা মাটি ছাড়া কি নল বৃদ্ধি পেতে পারে?নল-খাগ্‌ড়া কি পানি ছাড়া বাড়তে পারে?

12. যখন তা তেজস্বী থাকে, কাটা না যায়,তখন অন্য সকল ঘাসের আগে শুকিয়ে যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 8