ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 8:10-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. ওরা কি তোমাকে শিক্ষা দেবে না ও তোমাকে বলবে না?ওদের অন্তঃকরণ থেকে কি এই কথা বের হবে না?

11. “কাদা মাটি ছাড়া কি নল বৃদ্ধি পেতে পারে?নল-খাগ্‌ড়া কি পানি ছাড়া বাড়তে পারে?

12. যখন তা তেজস্বী থাকে, কাটা না যায়,তখন অন্য সকল ঘাসের আগে শুকিয়ে যায়।

13. যারা আল্লাহ্‌কে ভুলে যায়, সেই সবের একই গতি;আল্লাহ্‌বিহীন লোকের আশা বিনষ্ট হয়।

14. তার ভরসা উচ্ছিন্ন হয়,তার আশ্রয় মাকড়সার জালমাত্র।

15. সে তার বাড়িতে নির্ভর করবে, কিন্তু তা স্থির থাকবে না,সে শক্ত করে ধরলেও তা থাকবে না।

16. সে সূর্যের সাক্ষাতে সতেজ থাকে,বাগানে তার কোমল শাখা ছড়িয়ে যায়।

17. প্রস্তররাশিতে তার শিকড় জড়িত হয়,সে পাথরের মধ্যে বেঁচে থাকে,

18. তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়,তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে,আমি তো তোমাকে দেখি নি।

19. দেখ, এই তার সুখের পথগুলো;পরে ধূলি থেকে অন্যেরা উঠবে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 8