ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 8:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে শূহীয় বিল্‌দদ জবাবে বললেন,

2. তুমি কতক্ষণ এসব বলবে?তোমার মুখের কথা প্রচণ্ড ঝটিকার মত বইবে?

3. আল্লাহ্‌ কি বিচারবিরুদ্ধ কাজ করেন?সর্বশক্তিমান কি ন্যায়বিচার বিকৃত করেন?

4. তোমার সন্তানেরা যদি তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করে থাকে,আর তিনি তাদেরকে তাদের অধর্মের হাতে তুলে দিয়ে থাকেন,

5. তুমিই যদি সযত্নে আল্লাহ্‌র খোঁজ কর,সর্বশক্তিমানের কাছে যদি সাধ্যসাধনা কর,

6. যদি নির্মল ও সরল হও,তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন,ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 8