ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 7:3-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. তেমনি মাসের পর মাস শূন্যতাই আমার উত্তরাধিকার;কষ্টকর সমস্ত রাত আমার জন্য নিরূপিত।

4. শয়নকালে আমি বলি, কখন উঠবো?কিন্তু রাত দীর্ঘ হয়ে পড়ে,প্রভাত পর্যন্ত আমি কেবল ছট্‌ফট্‌ করতে থাকি।

5. কীট ও মাটির ঢেলা আমার মাংসের আচ্ছাদন;আমার চামড়া ফেটে গেছে ও পূঁজ পড়ছে।

6. তন্তুবায়ের মাকুর চেয়ে আমার আয়ু দ্রুতগামী,তা আশাবিহীন হয়ে সমাপ্ত হয়।

7. স্মরণ কর, আমার জীবন শ্বাসমাত্র,আমার চোখ আর মঙ্গল দেখতে পাবে না;

8. আমার দর্শনকারীর চোখ আর আমাকে দেখবে না;আমার প্রতি যখন তোমার দৃষ্টি পড়বে,আমি আর তখন থাকব না।

9. মেঘ যেমন ক্ষয় পেয়ে অন্তর্হিত হয়,তেমনি যে পাতালে নামে, সে আর উঠবে না।

10. সে নিজের বাড়িতে আর ফিরে আসবে না,তার স্থান আর তাকে চিনবে না।

11. অতএব আমি আর মুখ বুঁজে থাকব না,আমি রূহের উদ্বেগে কথা বলবো,প্রাণের তিক্ততায় মাতম করবো।

12. আমি কি সমুদ্র না তিমি যে,আমার উপরে তুমি প্রহরী রাখছ?

13. আমি যখন বলি, আমার পালঙ্ক আমাকে সান্ত্বনা দেবে,আমার বিছানা দুঃখের উপশম করবে;

14. তখন তুমি নানা স্বপ্নে আমাকে উদ্বিগ্ন কর,নানা দর্শনে আমাকে ত্রাসযুক্ত কর।

15. তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায়,আমার কংকাল শরীর বেঁচে থাকার চেয়ে মরণ চায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 7