ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 6:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. বন্য গাধা ঘাস পেলে কি চিৎকার করে?গরু জাব পেলে কি ডাকা-ডাকি করে?

6. যার স্বাদ নেই, তা কি লবণ বিনা ভোজন করা যায়?ডিম্বের লালার কি কিছু স্বাদ আছে?

7. আমার প্রাণ যা স্পর্শ করতে অসম্মত,তা-ই আমার ঘৃণিত ভক্ষ্যস্বরূপ হল।

8. আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পেতে পারি,আল্লাহ্‌ যেন আমার আকাঙ্খার বিষয় আমাকে দেন,

9. হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন,হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 6