ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 41:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তার মেরুদণ্ড ফলকশ্রেণীর মত শোভা পায়,তা সীলমোহরের মত দৃঢ়ভাবে বন্ধ।

16. সেসব পরস্পর এমন সংলগ্ন যে,তার অন্তরালে বায়ু প্রবেশ করতে পারে না।

17. সেসব পরস্পর সংযুক্ত, সেগুলো একত্র সংলগ্ন,কিছুতেই আলাদা করা যায় না।

18. তার হাঁচিতে আলো ছুটে বের হয়;তার নয়ন প্রভাতের সূর্যরশ্মির মত।

19. তার মুখ থেকে জ্বলন্ত মশাল বের হয়,আগুনের ফুল্‌কি উৎপন্ন হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 41