ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 39:9-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে?সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?

10. তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার?সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে?

11. তার প্রচুর বলের জন্য তুমি কি তাকে বিশ্বাস করবে?তোমার কাজ কি তাকে করতে দেবে?

12. তুমি কি তার প্রতি এমন বিশ্বাস রাখবে যে,সে তোমার শস্য আনবে, তা খামারে একত্র করবে?

13. উট পাখির ডানা উল্লাস করে,কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না।

14. সে তো ভূমিতে তাঁর ডিম পারে,ধুলায় উষ্ণ হতে দেয়।

15. তার মনে থাকে না যে, হয়তো চরণে তা চূর্ণ করবে,কিংবা বন্য পশু তা দলিত করবে।

16. সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে,প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে;

17. যেহেতু আল্লাহ্‌ তাকে জ্ঞানহীন করেছেন,তাকে বুদ্ধি দেন নি।

18. সে যখন পাখা তুলে গমন করে,তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে।

19. তুমি কি ঘোড়াকে শক্তি দিয়েছ?তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?

20. তাকে কি পঙ্গপালের মত লাফ দেওয়াতে পেরেছ?তার নাসিকা ধ্বনির তেজ অতি ভয়ানক।

21. সে উপত্যকায় খুর ঘসে,নিজের বিক্রমে উল্লাস করে,অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 39