ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 37:8-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তখন পশুদের আশ্রয় স্থানে প্রবেশ করে,যার যার গহ্বরে থাকে।

9. ঝড়ের কক্ষ থেকে ঝটিকা আসে,উত্তর থেকে শীত আসে।

10. আল্লাহ্‌র নিশ্বাস থেকে নীহার জন্মে,এবং বিস্তারিত পানি সঙ্কুচিত হয়ে পড়ে।

11. এছাড়া, আল্লাহ্‌ ঘন মেঘ পানিতে পূর্ণ করেন,তাঁর বিদ্যুতের মেঘ বিস্তার করেন।

12. তাঁর পরিচালনায় তা ঘোরে,যেন তারা তাঁর হুকুম অনুসারে কাজ করে,সমস্ত ভূমণ্ডলেই যেন করে।

13. তিনি কখনও শাস্তির জন্য,কখনও নিজের দেশের জন্য,কখনও বা দয়ার জন্য এসব ঘটান।

14. হে আইউব, আপনি এতে কান দিন,স্থির থাকুন, আল্লাহ্‌র অলৌকিক সমস্ত কাজ বিবেচনা করুন।

15. আপনি কি জানেন, আল্লাহ্‌ কিভাবে সকল কিছুর উপরে ভার রাখেন,আর তাঁর মেঘের বিজলি চমকান?

16. আপনি কি মেঘমালার দোলন জানেন?পরম জ্ঞানীর আশ্চর্য কর্মগুলো জানেন?

17. যখন দখিনা বায়ুতে দুনিয়া স্তব্ধ হয়,তখন আপনার কাপড়-চোপড় কেমন উষ্ণ হয়?

18. আপনি কি তাঁর সঙ্গে আসমান বিস্তার করেছেন,যা ছাঁচে ঢালা আয়নার মত দৃঢ়?

19. আমাদেরকে জানান, তাঁকে কি বলবো?আমরা অন্ধকারে আছি বলে আমাদের মামলা তাঁর কাছে নিতে পারি না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 37