ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 37:17-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. যখন দখিনা বায়ুতে দুনিয়া স্তব্ধ হয়,তখন আপনার কাপড়-চোপড় কেমন উষ্ণ হয়?

18. আপনি কি তাঁর সঙ্গে আসমান বিস্তার করেছেন,যা ছাঁচে ঢালা আয়নার মত দৃঢ়?

19. আমাদেরকে জানান, তাঁকে কি বলবো?আমরা অন্ধকারে আছি বলে আমাদের মামলা তাঁর কাছে নিতে পারি না।

20. তাঁকে কি বলা যাবে যে, আমি কথা বলবো?কেউ কি পরাভূত হতে ইচ্ছা করবে?

21. এখন মানুষ আলোর দিকে তাকাতে পারে না,যখন তা আসমানে উজ্জ্বল হয়,যখন বায়ু বয়ে তা পরিষ্কার হয়ে যায়।

22. উত্তর দিক থেকে সোনালী উজ্জ্বলতা আসে,আল্লাহ্‌র চারদিকে ভয় জাগানো মহিমা দেখা যায়।

23. সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য;তিনি পরাক্রমে মহান,তিনি ন্যায়বিচার ও ধার্মিকতার বিরুদ্ধাচরণ করেন না।

24. এই কারণ মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,তিনি বিজ্ঞচিত্তদের মুখাপেক্ষা করেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 37