ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 37:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এতেও আমার হৃদয় কাঁপছে,স্বস্থানে থেকে দুপ্‌ দুপ্‌ করছে।

2. শোন শোন, ঐ তাঁর গর্জনের শব্দ,ঐ তাঁর মুখ থেকে বের হওয়া স্বর।

3. তিনি সমস্ত আসমানের নিচে তা পাঠান,দুনিয়ার অন্ত পর্যন্ত তাঁর বিদ্যুৎ চালান।

4. এর পরে গর্জনের আওয়াজ আসে,তিনি তাঁর মহান স্বরে বজ্রনাদ করেন;তাঁর বাণী শোনা যায়, তিনি ঐ সমস্ত রোধ করেন না।

5. আল্লাহ্‌ স্বীয় ধ্বনিতে আশ্চর্যরূপ গর্জন করেন,আমাদের বোধের অগম্য মহৎ মহৎ কাজ করেন।

6. ফলে তিনি তুষারকে বলেন, দুনিয়াতে পড়,সামান্য বৃষ্টিকেও তা বলেন,তাঁর মূষলধারার বৃষ্টিকেও বলেন।

7. তিনি প্রত্যেক মানুষের হাত সীলমোহর করে দেন,যেন তাঁর নির্মিত সকল মানুষই জ্ঞান পায়।

8. তখন পশুদের আশ্রয় স্থানে প্রবেশ করে,যার যার গহ্বরে থাকে।

9. ঝড়ের কক্ষ থেকে ঝটিকা আসে,উত্তর থেকে শীত আসে।

10. আল্লাহ্‌র নিশ্বাস থেকে নীহার জন্মে,এবং বিস্তারিত পানি সঙ্কুচিত হয়ে পড়ে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 37