ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 35:7-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. যদি ধার্মিক হন, তাঁকে কি দিতে পারেন?আপনার হাত থেকেই বা তিনি কি গ্রহণ করবেন?

8. আপনার নাফরমানীর ফল আপনার মত মানুষের উপর,এবং আপনার ধার্মিকতার ফল মানুষের-সন্তানের উপর বর্তে।

9. উপদ্রবের বাহুল্যে লোকে কান্নাকাটি করে,বলবানদের হাত থেকে রক্ষা পাবার জন্য মিনতি করে।

10. কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়?তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।

11. তিনি ভূতলের পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন,আসমানের পাখিগুলোর চেয়ে বেশি বুদ্ধিমান করেন।

12. সেখানে দুর্বৃত্তদের অহঙ্কারের দরুন লোকে কান্নাকাটি করে,কিন্তু তিনি জবাব দেন না।

13. বাস্তবিক আল্লাহ্‌ মিথ্যা ফরিয়াদ শোনেন না,সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না।

14. আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না;বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।

15. কিন্তু এখন তিনি নিজের কোপে শাসন করেন নি,দুষ্টতার প্রতি বিশেষ খেয়াল রাখেন নি,

16. তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন,তিনি না জেনেও অনেক কথা বলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 35