ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 33:27-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. সে মানুষের কাছে গজল গেয়ে বলে, “আমি গুনাহ্‌ করেছি,ন্যায়ের বিপরীত করেছি, তবুও তার মত প্রতিফল পাই নি;

28. তিনি কূপে প্রবেশ করা থেকে আমার প্রাণকে মুক্ত করেছেন,আমি আলো উপভোগ করার জন্য বেঁচে থাকব।”

29. দেখুন, আল্লাহ্‌ এসব কাজ করেন,মানুষের সঙ্গে দু’বার, তিনবার করেন,

30. যেন কূপ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন,যেন সে জীবনের আলোতে আলোকিত হয়।

31. আইউব, অবধান করুন, আমার কথা শুনুন;আপনি নীরব থাকুন, আমি বলি।

32. যদি আপনার কিছু বক্তব্য থাকে, জবাব দিন, বলুন,কেননা আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 33