ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 31:29-40 কিতাবুল মোকাদ্দস (BACIB)

29. আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করেছি?তার অমঙ্গলে কি উল্লসিত হয়েছি?

30. বরঞ্চ আমার মুখকে গুনাহ্‌ করতে দেই নি;বদদোয়াসহ ওর প্রাণ যাচ্ঞা করি নি।

31. আমার তাঁবুর লোকে কি বলতো না,কোন্‌ ব্যক্তি ওর দেওয়া মাংসে তৃপ্ত হয় নি?

32. কোনও বিদেশী পথে রাত যাপন করতো না,কারণ পথিকদের জন্য আমি দরজা খুলে রাখতাম।

33. আমি কি অন্য মানুষের মত আমার অধর্ম ঢেকেছি?আমার অপরাধ কি বক্ষস্থলে লুকিয়েছি?

34. আমি কি মহৎ জনসমাজকে ভয় করতাম?গোষ্ঠীগুলোর তুচ্ছতায় কি উদ্বিগ্ন হতাম?আমি কি নীরব থাকতাম,দ্বারের বাইরে যেতাম না?

35. হায় হায়! কেউ কি আমার কথা শোনে না?এই দেখ, আমি যা বলছি তা সত্যি;সর্বশক্তিমান আমাকে উত্তর দিন,আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন।

36. অবশ্য আমি তা কাঁধে বহন করবো,আমার পাগড়ী বলে তা বাঁধব।

37. আমার প্রতিটি পায়ের ধাপের সংখ্যা তাঁকে জানাবো,রাজপুরুষের মত তাঁর কাছে যাব।

38. আমার ভূমি যদি আমার প্রতিকূলে কান্না করে,তার চাষের সমস্ত রেখা যদি কান্নাকাটি করে,

39. আমি যদি বিনা অর্থে তার ফলভোগ করে থাকি,ভূমির অধিকারীদের প্রাণহানির কারণ হয়ে থাকি,

40. তবে গমের স্থানে কাঁটা উৎপন্ন হোক,যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হোক।এখানে আইউবের কথা শেষ হয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 31