ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 26:5-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে,মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।

6. তাঁর সম্মুখে পাতাল অনাবৃত,বিনাশ স্থান অনাচ্ছাদিত।

7. তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন,অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,

8. তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্‌কে রাখেন,তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।

9. তিনি পূর্ণচন্দ্রের মুখ আচ্ছাদন করেন,নিজের মেঘ দ্বারা তা আবৃত করেন।

10. তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন,অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 26