ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 24:21-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে,সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না।

22. আল্লাহ্‌ শক্তি দ্বারা শক্তিশালীদের ধ্বংস করেন,তিনি উঠলে কারো জীবনের আশা থাকে না।

23. তিনি কাউকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে;কিন্তু তাদের পথে তাঁর দৃষ্টি থাকে।

24. তারা উঁচু হয়, ক্ষণকাল গেলে তারা থাকে না,তারা নত হয়ে পরে, ঘাসের মত ম্লান হয়ে যায়,শস্যের শীষের মতই শুকয়ে যায়।

25. যদি এরকম না হয়,কে আমার কথাগুলো মিথ্যা বলে প্রমাণ করবে?কে আমার কথা নিরর্থক বলে দেখাবে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 24