ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 21:5-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর,স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দাও।

6. আমার দুর্দশার কথা মনে পড়লেই আমি ভয় পাই,আমার মাংস কাঁপতে থাকে।

7. দুর্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়,আবার কেন ঐশ্বর্যে শক্তিশালী হয়?

8. তাদের সন্তান-সন্তুতি তাদের সম্মুখে, তাদের সঙ্গে,তাদের বংশধরেরা তাদের সম্মুখে বৃদ্ধি পায়।

9. তাদের বাড়ি শান্তিযুক্ত ও ভয়শূন্য থাকে,তাদের উপরে আল্লাহ্‌র দণ্ড নেই।

10. তাদের ষাঁড় সঙ্গম করলে তা ব্যর্থ হয় না;গাভীর গর্ভসঞ্চার হলে তার গর্ভপাত হয় না।

11. তারা নিজ নিজ শিশুদের ভেড়া পালের মত বাইরে চালায়,তাদের সন্তানেরা নৃত্য করে।

12. তারা তবল ও বীণা বাদ্য করে,বাঁশীর আওয়াজ শুনলে আনন্দ করে।

13. তারা সুখে তাদের আয়ু যাপন করে।পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।

14. তবুও তারা আল্লাহ্‌কে বলে,“তুমি আমাদের কাছ থেকে দূর হও,কারণ আমরা তোমার পথ জানতে চাই না।

15. সর্বশক্তিমান কে যে আমরা তার সেবা করবো?তাঁর কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ?”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 21