ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 21:20-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তার নিজের চোখ তার বিনাশ দেখুক,সে সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।

21. কারণ যখন তার মাসের সংখ্যা শেষ হবে,তখন নিজের ভাবী কুলে তার কি সন্তোষ থাকবে?

22. কেউ কি আল্লাহ্‌কে জ্ঞান শিক্ষা দেবে?তিনি তো ঊর্ধ্ববাসীদেরও শাসন করেন।

23. কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে,সব রকম বিশ্রাম ও শান্তি থাকতে মরে।

24. তার সমস্ত ভাণ্ড দুধে পরিপূর্ণ,তার অস্থির মজ্জা সতেজ থাকে।

25. আর কেউ বা প্রাণে তিক্ত হয়ে মরে,মঙ্গলের আস্বাদ পায় না।

26. এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়,উভয়ে কীটে আচ্ছন্ন হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 21