ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 20:20-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. তার উদরে শান্তি হত না,সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না।

21. তার গ্রাসে কিছু অবশিষ্ট থাকতো না,অতএব তার সুদশা থাকবে না।

22. সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে,নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।

23. সে যখন নিজের উদর পূর্ণ করতে উদ্যত হয়,আল্লাহ্‌ তার উপরে তাঁর গজবের আগুন নিক্ষেপ করবেন,তার ভোজনকালে তার উপরে তা বর্ষণ করবেন।

24. সে লোহার অস্ত্র থেকে পালিয়ে যাবে,কিন্তু ব্রোঞ্জের ধনুর্বাণে বিদ্ধ হবে।

25. সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়,তার পিত্ত থেকে চক্‌মকে তীরের ফলা বের হয়,নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে।

26. তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়,বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে।তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে।

27. আসমান তার অপরাধ ব্যক্ত করবে,দুনিয়া তার প্রতিকূলে উঠবে।

28. তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে,তা আল্লাহ্‌র ক্রোধের দিনে গলে যাবে।

29. এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ,এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 20