ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 19:8-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তিনি অলঙ্ঘনীয় প্রাচীর দ্বারা আমার পথ রুদ্ধ করেছেন,আমার সমস্ত পথ অন্ধকারে ঢেকে দিয়েছেন।

9. তিনি আমার গৌরব-বসন খুলে নিয়েছেন,আমার মাথার মুকুট হরণ করেছেন।

10. তিনি চারদিক থেকে আমাকে ভেঙ্গে ফেলেছেন, আমি মারা গেলাম;আমার আশা তিনি গাছের মত শিকড়সুদ্ধ তুলে ফেলেছেন।

11. তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করেছেন,আমাকে এক জন বিপক্ষের মত গণনা করেছেন।

12. তাঁর সমস্ত সৈন্য একসঙ্গে আসছে;তারা আমার বিরুদ্ধে জোট বাঁধছে,আমার তাঁবুর চারদিকে শিবির স্থাপন করেছে।

13. তিনি আমার জ্ঞাতিদের আমা থেকে দূরে রেখেছেন,আমার পরিচিতেরা অপরিচিতের মত হয়েছে।

14. আমার আত্মীয়রা আমাকে ত্যাগ করেছে,আমার বন্ধুরা আমাকে ভুলে গেছে।

15. আমার বাড়ির প্রবাসীরা ও আমার বাঁদীরাআমাকে অপরিচিতের মত জ্ঞান করে,আমি তাদের দৃষ্টিতে বিজাতীয় হয়েছি।

16. আমার গোলামকে ডাকি, সে আমাকে জবাব দেয় না,যদিও আমি নিজের মুখে তাকে ফরিয়াদ করি।

17. আমার নিঃশ্বাস আমার স্ত্রীর ঘৃণিত,আমার আর্তস্বর আমার সহোদরেরা ঘৃণা করে।

18. বালকেরাও আমাকে অবজ্ঞা করে,আমি উঠলে তারা আমার বিরুদ্ধে কথা বলে।

19. আমার সুহৃদ সকলে আমাকে ঘৃণা করে,আমার প্রিয়পাত্রেরা আমার প্রতি বিমুখ।

20. আমার চামড়ায় ও মাংসে অস্থি সংলগ্ন হয়েছে,আমি দন্তের চামড়াবিশিষ্ট হয়ে বেঁচে আছি।

21. হে আমার বন্ধুগণ, আমাকে কৃপা কর, কৃপা কর,কেননা আল্লাহ্‌র হাত আমাকে স্পর্শ করেছে।

22. আল্লাহ্‌র মত করে কেন আমাকে তাড়না কর?আমার মাংস না খেয়ে কি ক্ষান্ত হবে না?

23. আহা, আমার সমস্ত কথা যদি লেখা হয়!সেসব যদি কিতাবে বিরচিত হয়!

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 19