ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 19:5-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তোমরা কি নিতান্তই আমার উপরে অহংকার করবে?আমার বিরুদ্ধে আমার গ্লানির দোহাই দেবে?

6. এখন জান, আল্লাহ্‌ আমার প্রতি অন্যায় করেছেন,তাঁর জালে আমাকে ঘিরেছেন।

7. এমন কি যখন আমার প্রতি অন্যায় হচ্ছে বলে কান্নাকাটি করি, উত্তর পাই না;আর্তনাদ করি, কিন্তু বিচার হচ্ছে না।

8. তিনি অলঙ্ঘনীয় প্রাচীর দ্বারা আমার পথ রুদ্ধ করেছেন,আমার সমস্ত পথ অন্ধকারে ঢেকে দিয়েছেন।

9. তিনি আমার গৌরব-বসন খুলে নিয়েছেন,আমার মাথার মুকুট হরণ করেছেন।

10. তিনি চারদিক থেকে আমাকে ভেঙ্গে ফেলেছেন, আমি মারা গেলাম;আমার আশা তিনি গাছের মত শিকড়সুদ্ধ তুলে ফেলেছেন।

11. তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করেছেন,আমাকে এক জন বিপক্ষের মত গণনা করেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 19