ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 15:3-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. সে কি অনর্থক কথায় ঝগড়া করবে?সে কি নিষ্ফল কথা বলবে?

4. তুমি তো আল্লাহ্‌ভয় ছেড়ে দিচ্ছ,তাঁর কাছে মুনাজাত করা কমিয়ে দিয়েছ।

5. তোমারই মুখ তোমারই অপরাধ ব্যক্ত করে,তুমি ধূর্তভাবে কথা বলতে নিজেকে মনোনীত করছো।

6. তোমারই মুখ তোমাকে দোষী করছে, আমি নই;তোমারই ওষ্ঠাধর তোমার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে।

7. মানুষের মধ্যে তুমি কি প্রথমজাত?পর্বতমালার আগে কি তোমার জন্ম হয়েছিল?

8. তুমি কি আল্লাহ্‌র গূঢ় মন্ত্রণা শুনেছ?সমস্ত প্রজ্ঞা কি তুমি সীমাবদ্ধ করেছ?

9. আমরা যা না জানি, এমন কিছু কি জান?আমাদের যা অজ্ঞাত, এমন কি বুঝ?

10. পক্ককেশ ও বৃদ্ধেরা আমাদের মধ্যে আছেন,তাঁরা তোমার পিতার চেয়েও বৃদ্ধ।

11. আল্লাহ্‌র সান্ত্বনা কথা কি তোমার জ্ঞানে ক্ষুদ্র?তোমার সঙ্গে কোমল আলাপ কি ক্ষুদ্র?

12. তোমার মন কেন তোমাকে বিপথে টানে?তোমার চোখ কেন ক্রোধ প্রকাশ করে?

13. তুমি তো আল্লাহ্‌র বিরুদ্ধে তোমার রূহ্‌ ফেরাচ্ছ,সেই রকম কথা মুখ থেকে বের করছে।

14. মানুষ কি যে, সে পবিত্র হতে পারে?স্ত্রীর গর্ভজাত মানুষ কি ধার্মিক হতে পারে?

15. দেখ, তিনি তাঁর পবিত্রগণেও বিশ্বাস করেন না,তাঁর দৃষ্টিতে আকাশও নির্মল নয়।

16. তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট,যে জন পানির মত অধর্ম পান করে, সে কি!

17. আমি তোমাকে বলি, আমার কথা শুন,আমি যা দেখেছি তা প্রচার করবো।

18. জ্ঞানীরা তা প্রকাশ করেছেন,তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি,

19. কেবল তাঁদেরকেই দেশ দেওয়া হয়েছিল,তাঁদের মধ্যে অপর লোক ভ্রমণ করতো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 15