ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 13:5-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে,তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা।

6. আরজ করি, আমার যুক্তি শোন,আমার মুখনিঃসৃত তর্কে মন দাও।

7. তোমরা কি আল্লাহ্‌র পক্ষে অন্যায়পূর্ণ কথা বলবে?তাঁর পক্ষে কি প্রতারণাপূর্ণ কথা বলবে?

8. তোমরা কি তাঁর মুখাপেক্ষা করবে?আল্লাহ্‌র পক্ষে কি ঝগড়া করবে?

9. তিনি তোমাদের পরীক্ষা করলে কি মঙ্গল হবে?মানুষ যেমন মানুষকে ভুলায়,তেমনি তোমরা কি তাঁকে ভুলাবে?

10. তিনি তোমাদেরকে অবশ্য অনুযোগ করবেন,যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর।

11. তাঁর মহত্ব কি তোমাদেরকে ত্রাসযুক্ত করবে না?তাঁর ভয়ংকরতায় কি তোমরা ভয় পাও না?

12. তোমাদের স্মরণীয় শ্লোকমালা ছাইয়ের মত অর্থহীন,তোমাদের সমস্ত দুর্গ কাদার মত নরম।

13. নীরব হও; আমাকে ছাড়,আমিই বলি, আমার যা হয় হোক।

14. আমি কেন নিজকে বিপদগ্রস্ত করবো?কেন আমার প্রাণ আমার হাতে রাখবো?

15. যদি তিনি আমাকে বধও করেন,তবুও আমি তাঁর অপেক্ষা করবো,কিন্তু তাঁর সম্মুখে আমার পথের সমর্থন করবো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 13