ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 12:4-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আমি প্রতিবেশীর হাসির পাত্র হয়েছি;আল্লাহ্‌কে ডাকলে তিনি যাকে উত্তর দিতেন,সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাসির পাত্র হয়েছে।

5. বিলাসী লোকেরা বিপদকে তুচ্ছ জ্ঞান করে;এই বিপদ তাদের জীবনে ঘটবে,শীঘ্রই যাদের চরণ পিছলে যাবে।

6. দস্যুদের তাঁবু শান্তিযুক্ত,আল্লাহ্‌কে যারা ক্রুদ্ধ করে, তারা নির্বিঘ্নে থাকে,আল্লাহ্‌ তাদের হাতে ধন দেন।

7. পশুদেরকে জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিক্ষা দেবে;আসমানের পাখিদেরকে প্রশ্ন কর, তারা তোমাকে বলে দেবে;

8. দুনিয়াকে বল, সে তোমাকে শিক্ষা দেবে,সমুদ্রের সমস্ত মাছ তোমাকে বলে দেবে।

9. এসব দেখে কে না জানে যে,মাবুদেরই হাতই এসব সম্পন্ন করেছে;

10. তাঁরই হাতে সমস্ত জীবের প্রাণ,সমস্ত মানব জাতির রূহ্‌ রয়েছে।

11. রসনা যেমন খাদ্যের আস্বাদ নেয়,তেমনি কান কি কথার পরীক্ষা করে না?

12. প্রাচীনদের কাছে প্রজ্ঞা আছে,দীর্ঘায়ু ব্যক্তির কাছে সৎ বিবেচনা আছে।

13. তাঁরই কাছে প্রজ্ঞা ও পরাক্রম আছে,পরামর্শ ও বুদ্ধি তাঁরই।

14. দেখ, তিনি ভেঙ্গে ফেললে আর গড়া যায় না,তিনি মানুষকে রুদ্ধ করলে মুক্ত করা যায় না।

15. দেখ, তিনি পানি বন্ধ করে রাখলে তা শুকিয়ে যায়,পানি বর্ষণ করলে তা দুনিয়াকে লণ্ডভণ্ড করে।

16. বল ও বুদ্ধিকৌশল তাঁর,ভ্রান্ত ও ভ্রান্তি উৎপাদনকারী তাঁর।

17. তিনি মন্ত্রীদেরকে সর্বস্বহীন করে নিয়ে যান,তিনি বিচারকর্তাদের বুদ্ধি নাশ করেন,

18. তিনি বাদশাহ্‌দের কর্তৃত্ববন্ধন মুক্ত করেন,তাদের কোমরে বন্দীর কোমরবন্ধনী বেঁধে দেন,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 12